এক নজরে
প্রাকৃতিক সুন্দরর্য্যের পাথারিয়া পহাড় ও মাধবকুন্ড ঝরনা নিয়ে গড়ে উঠা বড়লেখা উপজেলার একটি ঐতিহ্যবাহী ও প্রকৃতিক সুন্দরর্য্যের অঞ্চল হলো ০৮নং দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদ, কাঠালতলী। কালপরিক্রমায় আজ ০৮নং দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।
ক)নাম : ০৮ নং দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদ।
খ)আয়তন : ২০.৮২বর্গ কি:মি:
গ)লোকসংখ্যা: ১৮,১৩৫ জন
ঘ)গ্রামের সংখ্যা: ২০ টি
ঙ)মৌজার সংখ্যা: ১৪টি
চ)হাট/বাজারের সংখ্যা-৪টি
ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে
জ)শিক্ষার হার: ৭০%(২০১১ সালের আদমশুমারী অনুসারে)
ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৭টি
ঞ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-৩টি
ট)উচ্চ বিদ্যালয়- ১টি।
ঠ)জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র- নাই
ড)মাদ্রাসা-৬টি
ঢ)দায়িত্বরত চেয়ারম্যান- নজরুল ইসলাম
ন)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-৩টি
ত)ঐতিহাসিক পর্যটন স্থান-১টি
থ)ইউপি নতুন ভবন স্থাপিত কাল: হয়নি
দ)নবগঠিত পরিষদের বিবরণ:
শপথ গ্রহনের তারিখ:১০-৮-১১
প্রথম সভার তারিখ: ১৭/০৮/১১
মেয়াদ উত্তীর্নের তারিখ:
ধ)গ্রাম সমূহের নাম
শিমুলিয়া শেওরাডিগা চুকারপুঞ্জি
মাদবগুল রুকুমপুর কাঠালতলী উত্তর
কাঠারতলীদক্ষিণ মুছেগুল করামতনগর বাগান
করামতনগর বস্তি বড়খলা বড়খলা পানপুঞ্জি
দুছরিপানপুঞ্জি গৌরনগর লক্ষীছড়া
বিওসি কেছরীগুল মাঠগুদাম কাঠাজঙ্গল
কাঠাজঙ্গল পনপুঞ্জি ইলামপান পুঞ্জি
ন)ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
ইউনিয় গ্রাম পুলিশ : ৯
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS